১৯৭২ সালে ০৯/১০/১৯৭২ খ্রিঃতে তৎকালীন বৃহত্তম খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরীয় আবাসিক এলাকা, জোড়াগেট, খুলনায় সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮০ সালের শেষের দিকে রূপসাস্থ নিজস্ব ভবনে খুলনা সার্কেল অফিস স্থানান্তরিত হয়। বর্তমানে খুলনা বিভাগে ১০টি জেলা ও মংলা ১টি বিভাগসহ মোট ১১টি অফিস এই সার্কেলের ১১টি অফিস-খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মংলা বিভাগএর আওতাভুক্ত
যোগাযোগের ঠিকানাঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুলনা সার্কেল, জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, ১৩৬, খাঁনজাহান আলী রোড, রূপসা, খুলনা।
ফোন নম্বরঃ ০৪১-৭২১৭১৫ (অফিস), ০৪১-৮১৩০৮০ (বাসা)এবং ফ্যাক্স নং-০৪১-৭২১৩৫৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস